গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের চাপায় ফরহাদ শেখ (৪০)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও শাহিনুজ্জামান (৩৫)নামের অপর এক আরোহী মারাত্মকভাবে আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ শেখ কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আনোয়ার শেখের ছেলে। আহত শাহিনুজ্জাম নড়াইল জেলার ঘোলইতলা গ্রামের গাজী আব্দুল জলিলের ছেলে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক ফিরোজ আহম্মেদ জানান ফরহাদ শেখ ও শাহিনুজ্জামান টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীতে যাওয়ার পথে ঢাকা থেকে পিরোজপুরগামী গোল্ডেন লাইন-এর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীদেরকে চাপা দিয়ে চলে যায়। গুরুরত আহত অবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ শেখ মারা যান। আশংকাজনক অবস্থায় অপর আহত শাহিনুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৮/মাহবুব