কেরানীগঞ্জে দুই শিশুসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক সেই নারীর নাম খাদিজা (৪৫)। এ সময় ঝুমুর (৬) ও আমেনা (৪) নামের দুই শিশুকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা মধ্য পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া দুই শিশু ঝুমুর ও আমেনা একই মায়ের পেটের দুই বোন। তাদের বাবার নাম সারোয়ার মায়ের নাম সাহিদা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় দুই শিশুসহ এক নারীকে সন্দেহ হলে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে দুই শিশুসহ আটক করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল করিম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী থানাগুলোতে খবর দেওয়া হয়েছে। আটক নারী মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর