যশোরের শার্শার সাতমাইল এলাকার নুর হোসেনের গরুর খাটার থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সাদা কালো ডোরা কাটা এই আফ্রিকান প্রাণীগুলোর মোট দাম প্রায় এক কোটি টাকা।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে জেব্রাগুলো উদ্ধার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের এসআই মুরাদ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় একটি চোরকারবারী চক্র ১০টি জেব্রা ভারতে পাচারের জন্য শার্শার বাগআঁচড়া পশুর হাটের পাশে নুর হোসেন তুতু মিয়ার খাটালে রেখেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জেব্রাগুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি জেব্রা রাতেই মারা যায়। উদ্ধারকৃত জেব্রাগুলি কার্টুনে করে ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় আনা হয়েছে বলে তিনি জানান। শার্শা সীমান্তকে পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি এবং কেউ জেব্রাগুলোর মালিকানা দাবি করেনি বলে জানান এসআই মুরাদ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন শিকাদার বলেন, জেব্রাগুলো ভারতে পাচারের জন্য এখানে আনা হয়েছিল বলে মনে হচ্ছে। খাটালে বড় কিছু কার্টন পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, কার্টনে ভরেই জেব্রাগুলো সেখানে নেওয়া হয়। জেব্রাগুলো আপাতত যশোর পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব/আব্দুল্লাহ সিফাত তাফসীর