যশোরের মণিরামপুর উপজেলার রতনদিয়া গ্রামের দোদাড়িয়া মাঠ থেকে মুক্তার আলী (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময়ের সময় মুক্তার আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নিহত মুক্তার রতনদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে রতনদিয়া গ্রামের দোদাড়িয়া মাঠে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে জানা যায়, নিহত ব্যক্তির নাম মুক্তার আলী। তার বিরুদ্ধে দুইটি হত্যাসহ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ৯টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৮/হিমেল