‘আর নয় কালক্ষেপন, দ্রুত চাই প্রজ্ঞাপন’-এই শ্লোগানে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্ত দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের সাতপাই নেত্রকোনা সরকারী কলেজের সামনে সড়কে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক ফাহিম রহমান খান পাঠান, যুগ্ম আহ্বায়ক মিঠু আহমেদসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্ত দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানান।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব