সিরাজগঞ্জের কাজিপুরে বজ্রপাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ দুপুর ১২টার দিকে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি চরে এ ঘটনা ঘটে। এছাড়াও একই উপজেলার খাসরাবাড়ীতে স্কুলে যাওয়ার সময় বজ্রপাতে দগ্ধ হয়েছে শাকিল মিয়া (১৫) নামে এক ছাত্র।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান, পানাগাড়ি চরে নিজের ক্ষেতে কাজ করছিলেন কৃষক সমতুল্লাহ। এ সময় বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে, সকাল ১১টার দিকে খাসরাজবাড়ী হাইস্কুলে যাবার পথে বজ্রপাতে ঝলসে যায় স্কুলছাত্র শাকিল। তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার