বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপি “আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১৮” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিএআরআই এর সেমিনার কক্ষে ঢাকা অঞ্চলের কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ।
উক্ত কর্মশালা দেশের ১০টি অঞ্চলে অনুষ্ঠিত হবে। বুধবার প্রথম দিন ঢাকা অঞ্চলের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মশালা অনুষ্ঠিত হয় এবং বৃহস্পতিবার নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ জেলার কর্মশালা অনুষ্ঠিত হবে।
অঞ্চল ভিত্তিক এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড. মো. আমজাদ হোসেন, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. পরিতোষ কুমার মালাকার, পরিচালক (গবেষণা) ড. মো. লুৎফর রহমানসহ বিএআরআই এর বিজ্ঞানীবৃন্দ।
কর্মশালায় প্রায় ৫০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন