ময়মনসিংহের সদর উপজেলার চর নীলক্ষীয়ায় আলাল উদ্দিন (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে, বিভিন্ন উপজেলায় আরো ৮ জন আহত হয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে বের হয়ে আলাল উদ্দিন গরু আনতে যাচ্ছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলার নতুন বাজার গরুর হাটে বজ্রপাতে ৮ জন আহত হয়। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন- উপজেলার সিমলা গ্রামের আবেদ, ঘোগা ইউনিয়নের মাসুদ,তারাটি ইউনিয়নের নাজমুল, রামভদ্রপুর গ্রামের রফিক, পদুরবাড়ীর রানা, ঈশ্বরদিয়ার হেলাল এবং ময়মনসিংহ সদর কুষ্টিয়ার বাসিন্দা হাবিবুর হক ও খোরশেদ আলী।
বিডি প্রতিদিন/এ মজুমদার