ময়মনসিংহের ফুলপুরে ইয়াবাসহ আমিনুল ইসলাম ভূইয়া রনি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ফুলপুর উপজেলার মহাদেবপুর গ্রামে ইয়াবা ট্যাবলেট বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ফুলপুর থানার এস আই মো. জালাল উদ্দিন ও এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ মহাদেবপুর গ্রামে সোমবার দিবাগত রাত সাড়ে ৪ টায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন তাদের মোটর সাইকেল রেখে দৌড়ে পালাতে থাকে। পুলিশ তাদের তাড়া করে মোঃ আমিনুল ইসলাম ভূইয়া রনি (৩৮) নামে একজনকে আটক করে এবং সাথের দুইজন পালিয়ে যায়। আটককৃত রনির কাছ থেকে পুলিশ ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরে মোটর সাইকেলসহ রনিকে থানায় নিয়ে আসা হয়।
মোঃ আমিনুল ইসলাম ভূইয়া রনি ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন ভূইয়ার পুত্র বলে জানা যায়। এ ব্যাপারে এস আই জালাল উদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার গ্রেফতারকৃত রনিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান