রাঙামাটি জেলার লংগদুতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে জঙ্গলী চাকমা (৩২) নামের একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সুমতী চাকমা (৩০) নামের আরও একজন।
শুক্রবার সকাল ৯টার দিকে লংগদু উপজেলার দোসরপাড়া স্টিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জঙ্গলী চাকমা গণতান্ত্রিক ফ্রন্টের সক্রিয় সদস্য বলে দাবি করেছে সংগঠনটি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লংগদু উপজেলায় দোসরপাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) অর্থাৎ প্রসীত গ্রুপ ও ইউপিডিএফে গণতান্ত্রিক ফ্রুট অর্থাৎ বর্মা গ্রুপের মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী চলে বন্দুকযুদ্ধ। গুলিবিনিময় হয় বেশ কয়েক রাউন্ড। এসময় গণতান্ত্রিক ফ্রন্টের সদস্য জঙ্গলী চাকমা ও সুমতী চাকমা গুলিবিদ্ধ হলে প্রতিপক্ষ ইউপিডিএফর প্রসীত গ্রুপ পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে মৃত্যু হয় জঙ্গলীর। পরে আহত সুমতী চাকমাকে উদ্ধার করে সংগঠনটি। এ ঘটনায় এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যৌথবাহিনীর টহল জোড়দার করেছে স্থানীয় প্রশাসন।
রাঙামাটির লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত এঘটনার সত্যতা স্বীকার করে জানান, যৌবাহিনীর একটি দল ঘটনাস্থালে গিয়ে কাউকে আটক করতে পারেনি। কারণ যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংর্ঘকারী সশস্ত্র গ্রুপটি পালিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান