টেকনাফের মহেষখালীয়া পাড়া এলাকায় দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে মহেষখালীয়া পাড়া এলাকায় একটি দোকানের ভিতর এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুত্বর আহত হয় ওই এলাকার আবুল বশরের দুই ছেলে মিজানুর রহমান (৩০) ও সাইফুল ইসলাম(২২)।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে দুই জনের মধ্যে মিজানের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য দাড়ালো দা'র কোপ রয়েছে। এছাড়া আহত সাইফুলের এক হাত দায়ের কোপে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত সহোদরের মাতা শামসুন্নাহার জানান, টিভিতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে স্থানীয় তৈয়ুবের দোকানে বসেছিল দুই ভাই। এসময় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। পূর্ব শত্রুতার জের ধরে হামলা হতে পারে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, অস্ত্রধারীরা তৈয়ুবের দোকানে গিয়ে হামলা চালালে দুই ভাই পালাতে চেষ্টা করে, সন্ত্রাসীরা ধাওয়া করে তাদেরকে সেখানে গিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।
এদিকে ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি জানান, সন্ত্রাসীদের অবিলম্বে খুঁজে বের করা হবে। সন্ত্রাসী যেই হউক রেহাই পাবে না।
বিডি-প্রতিদিন/ ই-জাহান