কিশোরগঞ্জের এক পল্লীতে অনুষ্ঠিত হয়েছে ঈদ মেহেদী উৎসব। এ উৎসবে মেতেছিল তরুণীরা। আজ শুক্রবার দুপুরে করিমগঞ্জ উপজেলার ইসলাম পাড়া গ্রামে এ উৎসব অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজ এ উৎসবের আয়োজন করে।
আনন্দঘন পরিবেশে একে অপরকে মেহেদীর রঙে রাঙিয়ে ছিল তরুণীরা। উৎসবে প্রায় অর্ধশত তরুণী অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক এ উৎসব শেষে তিনজন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়। আর অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হয় শান্তনা পুরষ্কার।
মেহেদী উৎসবের আয়োজক সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমরান আলী ভূইয়া বলেন, আমাদের সমাজে দিন দিন উৎসব কমে আসছে। তরুণ সমাজকে উৎসবমুখর রাখতেই এ আয়োজন। কয়েক বছর যাবত ইসলামপাড়া গ্রামে এ উৎসব চলে আসছে। প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৮/হিমেল