কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর ভূইয়ার বিরুদ্ধে ভিজিএফ-এর ৬৫ বস্তা চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানি হলে চেয়ারম্যান পালিয়ে গেছেন বলে জানা যায়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার জানান, চেয়ারম্যান সরকারি গুদাম থেকে ৩৩০ বস্তা চাল উত্তোলন করেন। কিন্তু ইউনিয়ন পরিষদে তিনি ২৬৫ বস্তা নিয়েছেন।
আজ বিকালে ইউনিয়ন পরিষদের গুদামে গিয়ে তিনি ৬৫ বস্তা কম দেখতে পান। এ ব্যাপারে চেয়ারম্যান কোন জবাব না দিয়ে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান কার্ডধারীদেরকে চাল না দিয়ে ঘুরাতে থাকেন। এ নিয়ে ভূক্তভোগীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার