নীলফামারীতে মফস্বল সাংবাদিক ফোরাম’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুভাশীষ চাকমা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ফিনালসিয়াল এক্সপ্রেসের আবু মুসা মাহমুদুল হক, ডেইলি স্টারের আসাদুজ্জামান টিপু, দৈনিক কালের কণ্ঠের ভুবন রায় নিখিল, এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন, বাংলাদেশ প্রতিদিনের আবদুল বারী, একাত্তর টিভির বিজয় চক্রবর্তি কাজল, একুশে টিভির ওয়ালি মাহমুদ সুমন, বাংলা ট্রিবিউনের তৈয়ব আলী সরকার, ডিবিসি’র আলিফ নুরা রিনি, দিপ্ত টিভির ইয়াসিন মোহাম্মদ সিথুন, জিটিভি’র মনিরুল শাহ আপেল, দি নিউ নেশনের আতাউর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।
দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিতদের স্বাগত জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক খোলা কাগজের মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক ও পরিবর্তন ডটকম’র নুর আলম।
ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন শহরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ জামে মসজিদের পেশ ইমাম আসাদুজ্জামান আসাদ।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৮/হিমেল