নওগাঁর পত্নীতলায় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বাঁকরইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বনগ্রাম গ্রামের মৃত. তকমুদ্দিনের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জহুরুল ইসলাম জানান, সকালে জাহাঙ্গীর আলম বাজার করার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে সাপাহারে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে সাপাহারগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ এনায়েত করিম