গোপালগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবাহর ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক বিদস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
আজ বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে স্কুলের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
পরে মাদককে নিরুৎসাহিত করতে মাদক বিরোধী কুইজ অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার