বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধসে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহরের কালাঘাটা এলাকার বড়ুয়ার টেক নামক স্থানে ঘরের উপর পাহাড় ধসে পড়লে প্রতিমা রাণী দে (৪০) নামের এক নারীর মৃত্যু হয়।
পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, প্রবল বর্ষণের সময়ে প্রতিমা রাণী একা বাসায় ছিল। এ সময় তার বাসার পেছনের পাহাড়ের মাটি ধসে পড়লে ঘরটিসহ প্রতিমা রাণী চাপা পড়ে। পরে তার লাশ মাটি সরিয়ে উদ্ধার করা হয়।
এদিকে, গত ২ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সাংঙ্গু, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়া বান্দরবান-রুমা সড়কের দলিয়ান পাড়ার কাছে মঙ্গলবার সকালে সড়কের ওপর পাহাড় ধসে পড়ে রুমা উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বান্দরবান-রাঙ্গামাটি সড়কের পুলপাড়া নামক স্থানে বেইলি ব্রিজ পানিতে তালিয়ে গেলে এই সড়কেও যান চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।
পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ শহর ও উপজেলায় মাইকিং করছে ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান