বরিশালের হিজলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর (চাচাতো ভাই-বোন) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া গ্রামে এই দুর্ঘটনায় মারা যাওয়া দুই চাচাতো ভাই-বোন হল- ওই এলাকার মনির হোসেনের মেয়ে রাফিয়া (৫) এবং মনিরের ভাই আল-আমিনের মেয়ে আয়েশা (৪)।
হিজলা থানার ওসি মাসুদুর রহমান জানান, ওই দুই শিশু গতকাল সোমবার সন্ধ্যায় সবার অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর ওইদিন রাত ৯টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার