গোপালগঞ্জ পৌর-আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ আসাদুজ্জামান টিটোকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- পান্নু শেখ, মো. আজিজুল ও সালমা বেগম। এদের সকলের বাড়ি নড়াইল জেলার চরসিংগাতি গ্রামে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে গতকাল সোমবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৮ জনের নাম ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ১ জুলাই রবিবার বেলা আনুমানিক ১২টার দিকে টিটো শরীফ মোটরসাইকেলে করে গোপালগঞ্জ-নড়াইলের সিমান্তবর্তী চরসিংগাতির মাছের ঘের থেকে ফিরছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ফুলকুচি (মাছ মারা যন্ত্র বিশেষ) কুপিয়ে মোটর সাইকেল থেকে ফেলে দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার