বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় যাত্রীবাহী নৈশ বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাত দেড়টার দিকে এই দুর্ঘটনায় নিহত মো. জহির ঘরামী (২২) সাকুরা পরিবহনের সহকারী (হেলপার) ছিলেন। আহতদের মধ্যে ১১ জনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই আব্দুর রউফ জানান, সোমবার রাতে সাকুরা পরিবহনের নৈশকালীন একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৮৫৬২) ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। রাত দেড়টার দিকে বাসটি উজিরপুরের নতুন শিকারপুর এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস এবং ট্রলির সামনের অংশ বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই নিহত হয় সাকুরা পরিবহনের চালকের সহকারি জহির ঘরামী। আহত হয় ট্রলি ও বাসের চালক ও বাসের যাত্রী সহ অন্তত ২০ জন। দুর্ঘটনার পর পুলিশসহ স্থানীয়রা আহতদের মধ্যে গুরুতর ১১ জন মো. শিমুল (২৪), মজিবর রহমান (৪৯), উপজাতী নারী কারিনা (৩৫), ট্রলি চালক আমজেদ খাঁ (৩৫), মো. আরিফ (২৫), মনিরুজ্জামান (৪৫), কালামউদ্দিন (৩৩), মো. বেল্লাল (৩০), রানা বিশ্বাস (৩৫), রাসেল (৩৫) এবং ৭ মাস বয়সের জুনায়েদকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। এছাড়া আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় বাস এবং ট্রলির চালককে আসামি করে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার এসআই আব্দুর রউফ।
বিডি প্রতিদিন/এ মজুমদার