খুলনার খালিশপুরে পুকুরের পানিতে ডুবে মেহেরুন্নেছা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে খালিশপুর কদমতলা এলাকার আক্কাস আলীর মেয়ে।
আজ মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেহেরুন্নেছা বন্ধুদের নিয়ে খালিশপুর পলিটেকনিক কলেজের পুকুরে গোসল করতে যায়। এসময় পা পিছলে সে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তার লাশ উদ্ধার করা হয়। মেহেরুন্নেছা খালিশপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, সাঁতার না জানার কারণে পানিতে পড়ে মেয়েটি ডুবে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার