নাটোরের বাগাতিপাড়ায় খেজুর খেতে দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের অবুঝ শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সেই বখাটে কিশোর আরিফুল ইসলাম (১৫) কে পুলিশ আটক করেছে।
শনিবার রাতে উপজেলার স্বরাপপুর এলাকা থেকে তাকে আটক করে। সে উপজেলার গালিমপুর গ্রামের হক সাহেবের ছেলে। বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আরিফুলকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
ধর্ষণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার বিকালে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল শিশুটি। সে সময় আরিফুল খেজুর খেতে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের পাট ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে কাঁদতে কাঁদতে শিশুটি বাড়ি ফিরলে তার নিকট থেকে পরিবারের লোকজন ঘটনা জানতে পারেন। পরে অসুস্থ অবস্থায় স্থানীয় বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে তিন দিন চিকিৎসা নেয়ার পর বুধবার শিশুটির মা বাদি হয়ে আরিফুলকে অভিযুক্ত করে
বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন। মামলার চারদিন পর পুলিশ আরিফুলকে আটক করেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর