ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল হেলিম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কান্দিউড়া গ্রামে এঘটনা ঘটে বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া।
তিনি বলেন, গতকাল রবিবার বিকালে আব্দুল হেলিমের গরু প্রতিবেশী হাফিজ উদ্দিনের বীজ তলার ধানের চারা খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে হাফিজ উদ্দিন তার বাড়িতে আব্দুল হেলিমের গরু বেঁধে রাখে। পরে আব্দুল হেলিম তার গরু হাফিজের বাড়ি থেকে জোর করে নিয়ে আসে।
এনিয়ে সোমবার সকালে দু'জনের মধ্যে বাকবিতন্ডায় আব্দুল হেলিমকে ছুরিকাঘাত করে হাফিজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল হেলিমের মৃত্যু হয়। এবিষয়ে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার