চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমান হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকবহরমের গোলাম মোহাম্মদের ছেলে বোগদাদ আলী (৪৬) ও মো. মনিমের ছেলে মো. সাদ্দাম। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার অপর ৫ আসামিকে খালাস দেয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৫ আগস্ট বাড়ির পাশে গোবর রাখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লুৎফর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় লুৎফর রহমানের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত বোগদাদ ও সাদ্দামসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৩০ জুন আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রওশন কবীর।
নিহত লুৎফর রহমান চুনাখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম