সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নই ছিল গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। দেশ স্বাধীনের মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে নির্মমভাবে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়া হলো। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর পল্লী বিদুৎ সমিতি প্রাঙ্গণে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে। এখন আমরা নিজেরাই নিজেদের বিদ্যুৎ উৎপাদন করছি। রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে আমাদের বিদ্যুৎ চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করতে পারবো।
তিনি বলেন, বিএনপি জামায়াতের সময়ে সারের জন্য বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ আওয়ামী লীগের সময়ে সার, বিদ্যুৎ এমনকি কোনো কিছুরই জন্যে মানুষকে হত্যা করা হয়নি। বরং মানুষের পিছনে সার বিদ্যুৎ ছুটেছে।
আসাদুজ্জামান নুর বলেন, আগামী ১’শ বছরের পরিকল্পনা করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যার বাস্তবায়ন শুরু হয়ে গেছে।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে উপকৃত হবেন দেশের মানুষ।
অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে দেশে শেখ হাসিনার বিকল্প নেই মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী বলেন, আসছে নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরই।
অনুষ্ঠানে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প কারখানা ক্যাটাগরিতে তিনজন সেরা গ্রাহককে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী হাসনাত হাবিব।
বিডি প্রতিদিন/এনায়েত করিম