পরিবেশ বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চুয়াডাঙ্গা পৌরসভার বাস্তবায়নাধীন সৌর বিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে সড়কবাতির খুঁটি স্থাপন করে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সড়কবাতির খুঁটি স্থাপনকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা প্রমুখ।
মন্ত্রী এর আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ কৃষি পরিদর্শন করেন। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের উদ্যোগে গড়ে তোলা ছাদ কৃষির প্রশংসা করেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম, চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন