নরসিংদীর মাদক ব্যবসায়ী শিল্পী বেগমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বিকেলে সদর উপজেলার শেখেরচর মাজার বাসস্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত শিল্পি বেগম মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের সর্প নৈগোর এলাকার মৃত অলি মাহমুদ ওরফে ফালাইন্নার মেয়ে। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম। সে জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ৭ টি মাদকের মামলা রয়েছে
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, পুলিশ দীর্ঘদিন যাবত জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড শিল্পী বেগমকে গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছিল। সে যেখানে বসবাস করে সেখানে লোকজনের চোখ ফাঁকি দিয়ে অভিযান করা সম্ভব হয়না। যার ফলে পুলিশের উপস্থিতি সে টের পেয়ে স্থান করে পরিবর্তন করে ফেলতো। অন্যদিকে শিল্পির কোন ছবি না থাকায় অনেক নারীদের ভীড়ে তাকে সনাক্ত করাও কঠিন ছিল। অবশেষে গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশ শেখেরচর থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) বলেন, এই ঘটনায় মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। সে মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন