টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ ও জ্বালানি সাপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা বিদ্যুৎ অফিস থেকে পৌর এলাকার কয়েকটি সড়কে এ শোভাযাত্রা প্রদক্ষিণ করে।
উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি ) আয়োজনে এ শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, নির্বাহী প্রকৌশলী (পিডিবি) মো. সাহাগীর হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, সহকারী প্রকৌশলী (পিডিবি) আলহাজ মো. জামাত আলী আকন্দসহ বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম