ফরিদপুরে শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে শহরের বাখুন্ডায় অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রভাংষু সোম মহান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টে ফরিদপুর সদর উপজলার ১২টি ইউনিয়নের অনুর্ধ্ব-১৭ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ডিক্রিরচর ইউনিয়ন একাদশ বনাম চরমাধবদিয়া ইউনিয়ন একাদশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম