ঝালকাঠী জেলার সদরের পরমহল এলাকার বায়তুল আমিন জামে মসজিদ এলাকা থেকে ১ লাখ ৪৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম শেখ আ. ছালাম (৫৫)। সে স্থানীয় পরমহল নূরানী মাদ্রাসা সড়কের বাসিন্দা মৌলভী মাহাবুবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮’র উপ-পরিচালক মেজর মো. মাসুদ রানা এবং সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে একটি বিশেষ দল তাকে আটক করে। আটক ছালামের দেহ তল্লাশী করে ১ হাজার টাকার ৪৭টি এবং ৫০০ টাকার ১৯৬টি জাল নোট উদ্ধার করে র্যাব সদস্যরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ দল ঝালকাঠী জেলা সদরের পরমহল এলাকার বায়তুল আমিন জামে মসজিদ এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন তারা।
এ ঘটনায় র্যাব-৮’র ডিএডি মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর