বগুড়ার ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ ৪ প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা মালামাল ও মূল্যবান কাগজপত্র চুরি করেছে। এ ঘটনায় শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধুনট থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। ওই কার্যালয়ে নৈশ প্রহরী নেই। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মুক্তিযোদ্ধারা কার্যক্রম শেষে কার্যালয়ে তালা লাগিয়ে চলে যান। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের পিছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সৌর বিদ্যুতের ব্যাটারি, ফ্যান ও আলমিরার তালা ভেঙে মুল্যবান কাগজপত্র চুরি করে পালিয়ে যায়।
একই রাতে উপজেলার ভান্ডারবাড়ি বাজার এলাকায় নিউ সারিয়াকান্দি গ্রামের সিবলি সাদিক, রঘুনাপুর গ্রামের মোয়াজেম হোসেন ও তানভির আহম্মেদের মুদির দোকান থেকে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে।
ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, এলাকায় ব্যাপকহারে মাদকের প্রসার ঘটেছে। মাদকসেবীরা অর্থ যোগাতে একই রাতে বিভিন্ন স্থানে একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৮/হিমেল