নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপিতে এক প্রতিবন্ধী নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ২টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলাচারা গ্রামের মৃত সুলতান মিয়ার ২ প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের সৌদি প্রবাসী হারুন মিয়ার ২ ছেলে ফরহাদ ও ফয়সাল প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল। ঘটনার রাতে ফরহাদ এক প্রতিবন্ধী মেয়েকে উত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করলে ওই ২ প্রতিবন্ধীর ভাই আনোয়ার তাকে রাত ৩টায় আটক করলে গ্রামবাসী তাকে পিটুনি দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে ফরহাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আনোয়ার, স্বপন ও কালামের দোকান ভাঙচুর করে এবং আনোয়ারকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ আনোয়ারের। সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে আনোয়ার। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানার মামলা করতে গেলে পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ মোল্লা জানান, শ্লীলতাহানির কোন সাক্ষ্য পাওয়া যায়নি তাই চুরির মামলা দিতে বলেছি।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৮/হিমেল