চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর মহল্লা থেকে ৫০ লাখ ভারতীয় জাল রুপিসহ রুবেল হোসেন (২২) নামে একজনকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কামান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় কোটি টাকা তৈরির কাগজ, ৬টি কালার প্রিন্টার, ২টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
রুবেল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছী মহল্লার আকবর আলীর ছেলে। তিনি প্রায় ৬ মাস আগে টিকরামপুর মহল্লার নুরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে ভারতীয় ও বাংলাদেশি জালটাকা তৈরি করে আসছিল।
রুবেল জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, ভারতীয় জাল টাকা গরু ব্যবসায়ীদের কাছে এবং বাংলাদেশি জাল টাকাগুলো কিছু ব্যাংক, এনজিও ও বীমা কোম্পানীতে সরবরাহ করতো। তারসাথে আরও একজন সহযোগী ছিল। সে পলাতক।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৮/হিমেল