টাঙ্গাইলের মির্জাপুরে শ্লীলতাহানীর কথিত অভিযোগে দুই কন্যা সন্তানের জনক শাহিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।
রবিবার রাতে নিহত শাহিনের স্ত্রী রেহেনা বেগম বাদি হয়ে মির্জাপুর থানায় এ মামলা করেছেন। মামলা নং ১৪, ধারা ৩০২/৩৪/১৩৪, তাং ৯/৯/২০১৮ ইং।
ছয় বছরের শিশুর শ্লীলতাহানী চেষ্টার কথিত অভিযোগে একই গ্রামের মোহাম্মদ আলীর হুমুকে গ্রামের সুমন, এজাজ, অয়নসহ ২৪ জন হত্যাকান্ডে অংশ নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ আলী উপজেলা বিএনপির সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের দুই সন্তানের জনক সবজি ব্যবসায়ী শাহিনের (৩৬) ঘরে ফ্রিজে দুধের বোতল রাখতে গেলে প্রতিবেশী ছয় বছরের এক শিশু কন্যার শ্লীলতাহানীর চেষ্টায় চালায় সে। এমন কথিত অভিযোগে শুক্রবার সন্ধ্যার পর বিচারের কথা বলে শাহিনকে বাড়ি থেকে মাঝালিয়া স্কুল মাঠে ডেকে নিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবজি ব্যবসায়ী শাহিন হত্যা একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানিয়েছেন।
এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাছিম জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান