লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আওতাফ। সে উপজেলার দেনায়েতপুর এলাকার মাহমুদুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যার আগে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা আওতাফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান