মাগুরায় ১০ পিস ইয়াবাসহ মোজাহার বিশ্বাস (৩০) নামে কথিত এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আটক করা হয়। মোজাহার বিশ্বাস শালিখা উপজেলা ছাত্রলীগের স্বঘোষিত সভাপতি বলে জানান মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী।
মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার বিকেলে সদর উপজেলার কেচুয়াডুবি থেকে সদর থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ মোজাহার হোসেনকে আটক করে। মোতাহার হোসেনের নামে থানায় পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। শালিখার পুকুরিয়া গ্রামের সাকায়াত হোসেনের পুত্র পলাশ ও মোজাহার এলাকায় মাদক ব্যবসা করে বলে পুলিশের কাছে স্বীকার করছে। তবে মোজাহার নিজেকে শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি দাবি করলেও তার কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা ওসি সিরাজুল তা জানাতে পারেননি।
ইয়াসহ আটকের ঘটনায় তার নামে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হচ্ছে বলেও ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল