ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের তেলিপাড়া নামক স্থানে পিকআপ ও দুটি মোটরসাইকেলের মখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোফাজ্জল হোসেন কাজী পোল্ট্রি ফার্মের গাড়ি চালক। দুর্ঘটনায় শিরিন আক্তার ও ফজলুল করিম নামে আরো ২ জন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটি তেলিপাড়া নামক স্থানে আসলে বিপরীত থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান