পাবনার আটঘরিয়া ও ভাঙ্গুড়া উপজেলায় পৃথক দু’টি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে পাবনার আটঘরিয়া উপজেলার কাঠগড়া বিল থেকে চঞ্চল হোসেন (৪০) নামের এক ব্যাক্তি ও ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রীজ এলাকায় ট্রেনে কাটা পরে নিহত অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘরিয়া উপজেলার কাঠগড়া বিলে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে স্থানীয়রা মরদেহটি চঞ্চল হোসেনের বলে সনাক্ত করে। নিহত চঞ্চল হোসেন আটঘরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নের দড়ি নাজিরপুর গ্রামের রওশন সরদারের ছেলে।
অন্যদিকে সকালে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রীজ এলাকায় রেল লাইনের পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান