চাঁপাইনবাবগঞ্জের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে “জঙ্গিবাদ বিরোধী” চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি এ জেড এম নূরুল হক।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দাউদ হোসেন, উপাধ্যক্ষ শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. শাকিব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের প্রধান ও জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক কমিটির সদস্য ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু। স্বাগত বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের সহস্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ‘ঘরে ফেরা’সহ বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর নামোশংকরবাটী ডিগ্রি কলেজে, ১৫ সেপ্টেম্বর নবাবগঞ্জ কামিল মাদ্রাসায়, ১৬ সেপ্টেম্বর নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ও ১৭ সেপ্টেম্বর হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে “জঙ্গিবাদ বিরোধী” চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার