বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে রূপগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার ইব্রাহিম (৪০) নিহত হয়েছেন। এ সময় পুলিশের ২ কর্মকর্তা ১ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন- বন্দর থানা পুলিশের এসআই সাইদুল ইসলাম, এএসআই ইলিয়াস খান ও কনস্টেবল হারুন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল হতে ৩টি তাজা ককটেল ও বেশ কয়েকটি ছোঁড়া উদ্ধার করেছে। সোমবার গভীর রাতে থানার ধামগড় ইস্পাহানী এলাকায় মাইনুদ্দিন মিয়ার ঝুটের পোড়া গোডাউনে এ ঘটনাটি ঘটে।
পুলিশ নিহত ডাকাত ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল জানান, রূপগঞ্জের ডাকাত সর্দার ইব্রহিমসহ ১৫/১৬ জনের একটি ডাকাত দল সোমবার দিবাগত রাত ৩টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের ধামগড় ইস্পাহানি এলাকার মাইনুদ্দন মিয়ার পরিত্যাক্ত ঝুটের গোডাউনে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাত সর্দার ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
বিডি প্রতিদিন/এ মজুমদার