পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনের জন্য প্রতি বিভাগে ন্যূনতম একটি করে বিএসসি ইনস্টিটিউট চালু এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বিএসসি কোর্স চালুর দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পলিটেকনিক জাতীয় সংগ্রাম কমিটি জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা পলিটকনিক জাতীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক নিলিমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা ফ্রন্টের সভাপতি শন্তু মিত্র, বিএম কলেজ শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি মোজাম্মেল হক সাগর, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি নাসরিন আক্তার টুম্পা সহ অন্যান্যরা।
বক্তারা পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনের জন্য প্রতি বিভাগে ন্যূনতম একটি করে বিএসসি ইনস্টিটিউট চালু এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বিএসসি কোর্স চালুর দাবী জানান। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার