বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারের রেডিয়াম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুইজন ভুয়া ডাক্তার আটক করেছে র্যাব-৮। কোন সনদ ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ লিখে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে সোমবার রাতে তাদের আটক করে র্যাবের বিশেষ দল। আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের দুই জনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অর্থদন্ডপ্রাপ্ত দুই যুবক হলো- উজিরপুর উপজেলার গুটিয়া বাজার এলাকার শেখ শাহজাহান আলীর ছেলে শেখ সাদী খান (২৩) এবং একই এলাকার শাহজাহান আলীর ছেলে মাহবুবুর রহমান (২৬)।
বরিশাল র্যাব-৮ এএসপি মুকুর চাকমা জানান, ওই দুই যুবক নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র্যাব বিশেষ অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে আটক করে।
আটকের পর ওই দুই যুবক র্যাবের কাছে স্বীকার করেন তাদের কোনো ডাক্তারি সনদ নেই। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের দুইজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আর্থিক দন্ডপ্রাপ্তরা ভবিষ্যতে আর এ ধরণের কর্মকান্ড করবে না বলে অঙ্গীকার করলে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয় র্যাব।
বিডি প্রতিদিন/এ মজুমদার