নাটোরের লালপুরে বিষধর সাপেড় কামড়ে কলেজছাত্র মেহেদী হাসান বাবুর (১৭) অকাল মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মৃত্যু হয়। সে লালপুর উপজেলার জয়রামপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মত আলীর ছেলে এবং রামপাড়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে বাবু তার বাড়ির পাশের পুকুর পাড়ের উপর দিয়ে মোবাইল নিয়ে হাটাহাটি করছিল। এ সময় একটি বিষধর সাপ বাবুকে কামড় দেয়। স্থানীয় ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। এরপর তার অবস্থা অবনতির দিকে গেলে বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বাবুর মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার