কক্সবাজারের টেকনাফ রাশিয়ান ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ মৎস্য অধিদফতর কর্তৃক পরিচালিত টেকনাফের মৎস্য প্রদর্শনী ও চিংড়ি খামার প্রশিক্ষণ কেন্দ্রের উত্তর পার্শ্বের খায়ুকখালী খাল এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীদের সূত্রে জানা যায়, সকালে একটি মরদেহ কাদা মাটিতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। এই পর্যন্ত সঠিক নাম ঠিকানা বা কোন তথ্য পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন (ওসি) রনজিত বড়ুয়া।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিবেকানন্দ দেবনাথ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া না গেলে দাফন সম্পন্ন করার জন্য আনজুমানের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা