ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে ফাহিম নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফাহিম কাইচাইল ইউনিয়নের শাহিন মোল্লার ছেলে।
শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার বেলা ২টার দিকে শিশু ফাহিম বাড়ির কাছে কুমার নদের পাড়ে বসে খেলা করছিল। হঠাৎ তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের স্বজনেরা কুমার নদে জাল ফেলে বেলা আড়াইটার দিকে শিশু ফাহিমের লাশ উদ্ধার করে।
কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম