গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক বিরোধী র্যালি ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কুশলা ইউনিয়ন চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি মাদক বিরোধী র্যারি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এম হুমায়ূন কবীর, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, কুশলা ইউনিয়ন চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাদককে না বলতে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ দুই সহস্রাধিক বিভিন্ন শ্রেণির মানুষ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব