পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্ঠায় খানসামার পাকেরহাট ডিগ্রি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে-মেয়েদের লেখাপড়া করার এখানে একটি বিকল্প সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা সকলে মিলে ভবিষ্যতে এই কলেজকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। বাংলাদেশ এখন একটি উন্নয়নের রোল মডেল। এটি শেখ হাসিনা দেখিয়েছেন। আগামী সংসদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচনে কেউ সন্ত্রাস করলে দাত ভাঙ্গা জবাব দিতে হবে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ সরকারিকরণ উপলক্ষে বিশাল আনন্দ র্যালী শেষে কলেজ প্রাঙ্গণে অস্থায়ী নৌকার মঞ্চে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃব্যে মন্ত্রী একথা বলেন।
পাকেরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাহাদাত আলী সবুজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার শাহ, সাধারণ সম্পাদক প্রভাষক মো. সফিউল আজম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, কলেজের উপাধ্যক্ষ উমাপদ অধিকারী, প্রভাষক বিবেকা নন্দ অধিকারী প্রমুখ।
প্রধান অতিথি কলেজে এসে পৌঁছলে কলেজের পক্ষ থেকে পাকেরহাট ডিগ্রি কলেজকে সরকারি করায় তিনি ফেস্টুন ও বেলুন উড়িয়ে শুভ সূচনা করেন। এ উপলক্ষে একটি আনন্দ র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও মন্ত্রী বিকেলে খানসামা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার