বাগেরহাটের মোরেলগঞ্জে পাগলা কুকুরের কামড়ের চিকিৎসায় ভ্যাকসিন গ্রহণের পরিবর্তে নিজের বানানো বড়ি খেয়ে শেষ রক্ষা হল না ব্যবসায়ী ইব্রাহিম ফরাজীর। শেষতক তিনি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েই অকালে প্রাণ হারালেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে পূর্ব সরালিয়া গ্রামের মৃত রায়হান ফরাজীর ছেলে ২ সন্তানের পিতা ইব্রাহিম ফরাজী (৫০) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
পোল্ট্রি ব্যবসার পাশাপাশি ওঝাঁলি ব্যবসা করে তিনি সংসার চালাতেন।
তার ছেলে নাইম ফরাজী জানান, ৩ মাস পূর্বে নিজেদের পোশা কুকুরটি পাগল হয়ে তার পিতাসহ ৫-৬ জনকে কামড়িয়ে আহত করে। ওই সময় ইব্রাহিম ফরাজি ডাক্তারি পরামর্শ না নিয়ে নিজের তৈরি বড়ি সেবন করেন। এর ঠিক তিন মাসের মাথায় সে অসুস্থ্য হয়ে পড়ে। এ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন ইব্রাহিম ফরাজী জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসার আর সময় নেই।
জলাতঙ্ক রোগে আক্রান্ত ইব্রাহিম ফরাজী মৃত্যুর কয়েক ঘন্টা আগে থেকেই অস্বাভাবিক আচরণ ও মুখভঙ্গি করতে থাকেন বলে স্বজনেরা জানিয়েছেন।
উল্লেখ্য, মোরেলগঞ্জ পৌরসভাসহ গোটা উপজেলায় নোংরা, রোগাগ্রস্থ ও পাগল কুকুরের বিচরণ আশংকাজনকভাবে বেড়েছে। গত ২ মাসে মোরেলগঞ্জ পৌরসভায় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জনকে কামড়িয়ে আহত করেছে পাগলা কুকুর।
বিডি প্রতিদিন/এ মজুমদার