ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ শিকারের দায়ে বুধবার সকালে ২৬ জেলেকে ছয় দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের জন্য এদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট মো. বায়েজিদুর রহমান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসন ও চরভদ্রাসন থানা পুলিশ।
আটককৃতদের কাছ হতে ৩০ হাজার মিটার জাল ও আনুমানিক ৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটককৃত জাল গোপালপুর ফেরী ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ স্থানীয় এম কে ডাঙ্গী মাদ্রাসা ও এতিম খানা, বাইতুস সালাম মহিলা মাদ্রাসা, দারুস সুন্নাহ আরাবিয়া মাদ্রাসা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসায় বণ্টন করে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা