গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। আটকরা হলেন ঢাকার মধ্য বাড্ডার বাসিন্দা মো. কামরুল হাসান (৩২) ও গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার মো. মামুন (৩৬)।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপনে খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের এরশাদনগরের এক নম্বর ব্লক এলাকায় মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালানো হলে দুই রাউন্ড গুলি ভরা একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন এবং দুইটি মোবাইল ফোন পাওয়া যায়। অপর আসামি মনির হোসেন (৩৫) পালিয়ে যায়।
আটকদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা